ইউনিয়ন পরিষদের কার্যবলী :১। পাচঁশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তেরী ।২। পল্লী অবকাঠামো উন্নয়ন ও সংস্করন রক্ষনাবেক্ষন । ৩।স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন । ৪। শিক্ষা এবং প্রাথমিক ও গনশিক্ষা কার্যক্রম সম্পর্কিত । ৫।কৃষি, মৎস ও পশুসম্পদ ও অন্যান্য অর্থনৈতিক প্রয়োজনীয় উন্নয়নে কার্যক্রম গ্রহন। ৬। মহামারী নিয়ন্ত্রন ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন । ৭। কর, ফি ,টোলফিস ইত্যাদি ধার্যকরন ও আদায় । ৮। পারিবারিক বিরোধ নিরসন , নারী ও শিশু কল্যান সম্পর্কিত প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন । ৯।খেলাধূলা , সামাজিক উন্নতি, সংস্কৃতি ইত্যাদি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন ও সহযোগীতা প্রদান । ১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন । ১১। আইন শৃঙখলা রক্ষায় সরকারের অর্পিত দায়িত্ব পালন ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহন । ১২। জন্ম ও মৃত্যু নিবন্ধীকরন । ১৩। সরকারি স্থান , উন্মুক্ত জায়গা, উদ্যান ও খেলার মাঠের হেফাজত করা । ১৪। ইউনিয়ন পরিষদের রাস্তায় ও সরকারি স্থানে বাতি জালনো । ১৫। বৃক্ষরোপন ও সংরক্ষন এবং বৃক্ষসম্পদ চুরি ও ধ্বংস প্রতিরোধ । ১৬। কবরস্থান, শশ্মান, জনসাধারনের সভার স্থান ও অন্যান্য সরকারি সম্পদের রক্ষানাবেক্ষন ও পরিচালনা । ১৭। জনপদ, রাজপথ ও সরকরি অনধিকার প্রবেশ রোধ এবং এইসব স্থানে উৎপাদ ও তাহার কারন বন্ধ করা । ১৮। জনপথ ও রাজপথের ক্ষতি , বিনষ্ঠ বা ধ্বংস প্রতিরোধ করা । ১৯। গোবর ও রাস্তার আর্বজনা সংগ্রহ , অপসারন ও ব্যবস্থাপনা নিশ্চতকরা । ২০। অপরাধমূলক ও বিপদজনক ব্যবসা নিয়ন্ত্রন । ২১। মৃত পশুর দেহ অপসারন ও নিয়ন্ত্রন । এছাড়া আরো ৩৯ টি ঐচ্ছিক কার্যবলী রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস