Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বকুলবাড়ীয়া ইউনিয়ন

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত পটুয়াখালী বরিশাল বিভাগের একটি সম্ভাবনাময় জেলা। পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়ন অত্র জেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন, খেলাধূলা সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি সদর উপজেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, খেলার মাঠ এবং সরকারি-বেসরকারি অফিস রয়েছে। সবকিছু মিলিয়ে অত্র ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে পরিচিতি লাভ করেছে।

01.             উপজেলা হতে যোগাযোগ ব্যবস্থা ও দুরত্ব: সড়ক পথ: ২০ কি: মি: নৌ পথঃ ৩০ কি.মি

02.            আয়তন : ৩৬ বর্গ কি: মি:

03.            সীমানা: পশ্চিমে কমলাপুর, পূর্বে বেতাগী সানকিপুর, দক্ষিনে কলাগাছিয়া ,উত্তরে

                   আদাবাড়ীয়া ও নওমালা ইউ,পি।                                                                                                                          

04.             চেয়ারম্যানের নাম ও মোবাইল ফোন নং: মো: শহিদুল ইসলাম 01310497025

05.            ইউপি সচিবের নাম ও মোবাইল নং- রবীন্দ্র চন্দ্র হাওলাদার         01718-215612

06.            মৌজার সংখ্যা ও নাম: ০৭ টি- গুয়াবাড়ীয়া, দোয়ানী পটুয়াখালী, বকুলবাড়ীয়া, লামনা, সৈয়দকাঠী, পাতাবুনিয়া, ছোনখোলা।

07.   গ্রামের সংখ্যা ও নাম: ০৭টি- গুয়াবাড়ীয়া, দোয়ানী পটুয়াখালী, বকুলবাড়ীয়া, লামনা, সৈয়দকাঠী, পাতাবুনিয়া, ছোনখোলা।  

08. মোট জনসংখ্যা- ১৪৭৩৪ জন, পুরুষ- ৭১৪১, মহিলা-৭৫৯৩ (২০১১ সালের আদম শুমারী অনুযায়ী)

09.             মোট ভোটার সংখ্যা-১০,০০০ জন (প্রায়)।

10.             মোট জমির পরিমান (একরে): মোট- ৩৩১০একর, এক ফসলী- ৮৪০ একর, দুফসলী- ২৪৭০ একর

11.              নলকূপের সংখ্যা: গভীর- ১৭৪টি, অগভীর- ৫টি

12.             শিক্ষার হার- ৪৩.৫৮%

13.            প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা- ১৮ টি সরকারি- ০৫ টি, বেসরকারী- ১৩ টি

14.              নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- ০১ টি

15.             মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- ০৩টি

16.             কলেজের সংখ্যা- সরকারি- নাই, বেসরকারি- ০৩ টি

17.             মাদ্রাসার সংখ্যা- ০২ টি

18.             ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যা- মসজিদ- ১২৯টি, মন্দির- ০৬, ঈদগাহ- ১৮টি

19.             রাস্তা/সড়কের পরিমান(কিমি)- পাকা- ১০ কিমি, এইচবিবি- ০৪কিমি, কাচা- ৮০ কিমি

20.            মোট খানার সংখ্যা- ৫০১৬টি

21.             হাটবাজারের সংখ্যা- ০৭টি

22.            সাইক্লোন শেল্টারের সংখ্যা- নাই

23.           আবাসন ও আশ্রয়নের সংখ্যা ও উপকারভোগী পরিবারের সংখ্যা- .০৩টি ও ১৫০ টি

24.             জন্ম নিবন্ধনের সংখ্যা ও শতকরা হার (জানুয়ারি’১২ পর্যন্ত)- ৯৯২০ জন, ৬৭%

25.            স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারকারী পরিবারের সংখ্যা ও শতকরা হার (জুন/০৯ পর্যন্ত)-   

                  ৩০৩৬ টি,৬০%

26.            সক্ষম দম্পতির সংখ্যা- ২৮৯৪ জন

27.            পরিবার পরিকল্পনা গ্রহণকারী দম্পতির সংখ্যা শতকরা হার- ২৮৯৪, ৭৩.৪২%

28.            ব্যাংকের সংখ্যা- ০২ টি